শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: ABHISHAKE SINGHA | লেখক: HEMRAJ ALI ২০ জানুয়ারী ২০২৪ ১৭ : ১০
সূচি চিত্র শিল্প সেলাই দ্বারা ফ্রেমবন্দি করা হয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল এর বেশিরভাগ কবিতা ও চরিত্রগুলো। এবং এগুলো সংগ্রহ করে বেশ কিছু সংগ্রাহক তার মধ্যে উল্লেখযোগ্য পরিমল রায়, জয়ন্ত ঘোষ। এবং এই ফ্রেমগুলো নিয়ে নেহেরু চিলড্রেন মিউজিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এক্সিবিশন ১৫৬ টি ফ্রেম রয়েছে। আজ শনিবার থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই এক্সিবিশন। ছোট থেকে বড় ভিড় জমাচ্ছে এই এক্সিবিশন দেখতে।